বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া গত ২১ মার্চ (রবিবার) সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে কেক কেটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করে। সিডনিতে প্রচন্ড ঝড়, বৃষ্টি, বন্যার মত চরম বৈরী আবহাওয়া সত্ত্বেও অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

সংগঠনটির সাধারন সম্পাদক জাকির হোসেনের সূচনা বক্তব্যের পর সাংস্কৃতিক সম্পাদক ডঃ মলয় বিশ্বাসের সঞ্চালনায় দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর কবিতা, মুক্তিযুদ্ধের স্মৃতির উপর আলোচনা, নাটিকা ও দেশের গান পরিবেশিত হয়।
বঙ্গবন্ধুর জীবন আদর্শক ও স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আলোচকদের মূল্যবান বক্তব্য এবং শিশু কিশোর ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ডঃ কাইয়ুম পারভেজ, ডঃ লুতফর রহমান, ডঃ হাবিবুর রহমান বিশ্বাস ও ডঃ আব্দুল কাদিরকে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।
সবশেষে সংগঠনটির সভাপতি আজমল হোসেন প্রচন্ড ঝড়, বৃষ্টি, বন্যার মত চরম বৈরী আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।