মোঃ আব্দুল মতিনঃ নব্বই দশকের সিডনির জনপ্রিয় রেডিও চ্যানেল রূপসি বাংলার পরিচালক ও উপস্থাপক সৈয়দ রফিকুল হক সাগর গতকাল ১১ মার্চ (বৃহস্পতিবার) স্থানীয় সিডনি সময় রাত ১০টায় হদরোগে আক্রান্ত হয়ে সেন্টজর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ও’য়া ইন্না ইলাহি রা’জিওন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছি ৬৪ বছর।

মরহুমের নামাজে জানাজা আজ (শুক্রবার) দুপুর ১২ টায় নেরিল্যান্ডের ইসলামিক বারিয়াল গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার পর সেখানেই তাকে সমাহিত করা হয়। প্রবাসী বাংলাদেশী কমিউনিটি তাঁর রূহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
৯০ দশকে রূপসী বাংলা শুরুর পর থেকেই নিত্য নতুন পরিকল্পনা নিয়ে হাজির হতেন তিনি। অল্প দিনেই রেডিওটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বাংলাদেশে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলার পরের সপ্তাহেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরাসরি সাক্ষাতকার প্রচার করা হয় এ জনপ্রিয় রূপসী বাংলা সিডনী রেডিও থেকে।