মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের ঘৃন্য অপচেষ্ঠাকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অষ্ট্রেলিয়া বিএনপি তার অংগ সংগঠন।
বিবৃতিতে তারা বলেন, জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা এক সুত্রে গাথা। জিয়ার অবদানকে অস্বীকার করলে পুরো স্বাধীনতাকেই অস্বীকার করা হবে। আমাদের মহান স্বাধীনতার মূল স্তম্ভে আঘাত করার ধারাবাহিক অংশ এটি। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিলেই জিয়ার নাম বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয় থেকে মোছা যাবে না। তারা বিবৃতিতে আরও বলেন, সরকারকে এ সিদ্ধান্ত থেকে সবে আসার শুভ বুদ্ধির উদয় হবে বলে আমরা আশা করি। অন্যথায় এ সরকারকে কঠিন আন্দোলনের মাধ্যমেই তার জবাব দেয়া হবে।
বিবৃতিত স্বাক্ষর করেন: বিএনপির প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ, সভাপতি আলহাজ্জ লুৎফুল কবির, সহ সভাপতি- ডা: আব্দুল ওয়াহাব, ফজলুল হক শফিক, নুর আলম লিটন, রেজাউল হক, সাধারন সম্পাদক মো: আবুল হাছান, সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা – মুনা মুস্তাফা, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম লকিয়াত, সাধারন সম্পাদক আব্দুল মতিন উজ্জল প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)