সিডনির বাংলা স্কুল পাঞ্চবল এ নুতন বছরের জন্য শিক্ষার্থী ভর্তি চলছে। স্কুলের প্রিন্সিপাল আরজিনা আক্তার জানান, শিক্ষার্থীদের বয়সের ভিত্তিতে বাংলা স্কুলে দুইটি বিভাগ পরিচালনার পাশাপাশি নুতন শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে নোটবই প্রদান করা হবে। তিনি অভিভাবকদের পেন্সিল, ইরেজার, স্নাক্সস ও খাবার পানি সহ শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর অনুরোধ জানিয়েছেন। কোভিড দূরত্ব বজায় রেখে বাংলা স্কুলের পাঠদান কার্যক্রম পরিচালিত হবে বিধায় অভিভাবকরা শ্রেণী কক্ষে প্রবেশ করতে পারবেন না বলেও আরজিনা আক্তার জানিয়েছেন।
আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার থেকে সিডনির পাঞ্চবল পাবলিক স্কুলে (রোজমোর এভিনিউ দিয়ে ঢুকে কেএফসির উল্টা পাশে) নুতন বছরে বাংলা স্কুলের পাঠদান কার্যক্রম শুরু হবে। প্রতি শনিবার দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বাংলা স্কুলের পাঠদান চলবে। বাংলা স্কুল পাঞ্চবল এর ইমেইলঃ banglaschool20@gmail.com