আজ ২৪ জানুয়ারি (রবিবার) বেলা সাড়ে ১২ টায় সিডনি প্রবাসী সঙ্গীত শিল্পী শারমিন জাহান পাপিয়া (৪৬) লিভারপুল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা হাব আজ সন্ধ্যায় তাঁদের ২ এরিকা লেন মিন্টুর নিজস্ব কার্যালয়ে কোভিড সীমাবদ্ধতা বজায় রেখে মাগরিব নামাজের পর সদ্য প্রয়াত শারমিন জাহান পাপিয়ার আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার আয়োজন করে।
বাংলাদেশ মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতির গোলাম কিবরিয়ার পরিচালনায় দোয়া ও মোনাজাতে শারমিন জাহান পাপিয়ার স্বামী হায়দার চৌধুরী বাবু ও তার ছোট ভাই সহ কমিউনিটির ব্যক্তিবর্গ অংশ নেন।
দোয়ার অনুষ্ঠানে বাংলাদেশ মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারন সম্পাদক আনিছুল আফসার জানান, আগামীকাল ২৫ জানুয়ারি (সোমবার) সকাল ১১ টায় ন্যারেলান কবরস্থানে মৃতার জানাজার পর তাকে সেখানেই দাফন করা হবে।
সিডনিতে বাংলা হাবের আত্মপ্রকাশ মাত্র এই গত নভেম্বরে। এটি একটি সামাজিক সংগঠন বা সহজভাবে বলা যায় কমিউনিটি সেন্টার। অনেক উদ্যোগ, কাজ আর স্বপ্ন নিয়ে এদের পথচলার কেবল শুরু। পুরোটা গুছিয়ে নিতে সংগঠনটির সদস্যরা দিন রাত কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় দিবসগুলিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালনে তারা অঙ্গীকারাবদ্ধ।
আজ সন্ধ্যায় বাংলা হাবের সদস্যরা যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসার দাবী রাখে। সদস্যরা হলেন, আবুল সরকার, মোঃ আব্দুল বারেক খান রতন, ফয়সাল আজাদ, সফিক শেখ, নীরব, সৈয়দ মিঠু, মোহাম্মদ লুতফর রহমান টিপু, শাখাওয়াত হোসেন প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত একজন কমিউনিটির মুরুব্বি বলেন, আমরা আসলেই গর্বিত বিদেশ বিভূঁইয়ে মৃত্যু হলেও বাংলা হাব নামক প্রতিষ্ঠানটি আমাদের জন্য দোয়ার আয়োজন করবে।