স্থানীয় সময় গত ১২ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে” শ্লোগান নিয়ে বিজয় মাসের আনন্দ এবং মেলবোর্নবাসীর করোনামুক্তির পর স্বস্তি ও নতন আশায় উদ্দীপ্ত হয়ে ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল (ডব্লিউআরবিএস) অনলাইনে তাদের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

কালচারাল সেক্রেটারি ফারিহা সালাহউদ্দিন এবং কমিউনিকেশন সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস নৌজুলার উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল মোর্শেদ কামাল ও ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইউসুফ আলী।

সাংস্কৃতিক অনুষ্ঠানের এই অনলাইন আয়োজনে বাংলা স্কুলের প্রায় চল্লিশ জন শিক্ষার্থী নাচ-গান-আবৃত্তি -ফ্যাশন শো, ম্যাজিক শো, কুকিং শো, বাদ্যের সাথে ছবি আঁকা ও অনলাইন-নাটিকা পরিবেশন করে।

অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে নিরলস পরিশ্রম করেন স্কুলের প্রিন্সিপ্যাল মোর্শেদ কামাল, ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের কালচারাল সেক্রেটারি ফারিহা সালাহুদ্দিন, কমিউনিকেশন সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস নৌজুলা, ভাইস প্রেসিডেন্ট (২) মিজানুর রহমান ইভেন্ট সেক্রেটারি পিনাকী ঘোষ প্রমুখ।

সমাপনী বক্তব্যের মাধ্যম অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি জেনারেল সেক্রেটারি জাহিদ মজুমদার। উল্লেখ্য করোনার কারনে ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের বাচ্চারা ঈদ-পুজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাবতীয় বাংলা ক্লাস অনলাইনে করছে।