গত ১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশি অধ্যুষিত ইঙ্গেলবার্নস্থ ৩১- ৩৩ অক্সফোর্ড রোডে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ক্যাঙ্গারু প্রোপার্টি অস্ট্রেলিয়া তাদের নতুন কার্যালয়ের উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সিটি কাউন্সিলের কমিশনার মাসুদ চৌধুরী ও স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাঙ্গারু প্রোপার্টি অস্ট্রেলিয়ার পক্ষে অতিথিদের স্বাগত জানান, সালমান আনোয়ার, নাইম এম সরদার, আমিন মোহাম্মদ, মোহাম্মেদ আয়মান ও জোসেফ কানয়েনগনি। স্থানীয় আবাসন বাজারে সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ অভিজ্ঞ এই টিমটি সকলের সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানের পর স্ন্যাকস ও কোমল পানীয় পরিবেশন করা হয়।