গীতিকার ও সাংবাদিক মোমিন স্বপনের ‘তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন,’ শিরোনামে গানের কথায় কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীত শিল্পী সাদাত হোসাইন। গানটির মিউজিক করেছেন তরুণ কম্পোজার প্রত্যয় খান।
এ গান সম্পর্কে শিল্পী সাদাত হোসাইন বলেন, আজে বাজে গানের এই বাজার, দিনকে দিন আরো বেশি তলানিতে গিয়ে ঠেকছে, আমাদেএ এই দুঃসময় দূর করার জন্য বেশি বেশি ভাল গান গাওয়া উচিৎ ভাল গান দিয়েই এই খারাপ গান গুলোকে বিদায় জানাতে হবে। আমি সব সময় তাই ভাল গানের সাথে থাকতে চাই, এই গানটি তেমন একটি গান আশা করছি দর্শক খুব ভাল একটি কথার গান পেতে যাচ্ছে এজন্য জি-সিরিজ এর কর্ণধার নাজমুল স্যারকে ধন্যবাদ দেয়া উচিৎ ভাইরালের এই যুগে, উনি ভালো গানের জন্য কাজ করছেন, নতুনদের জন্য কাজ করছেন।
গীতিকার ও সাংবাদিক মোমিন স্বপন বলেন, এই গানটির জন্য দীর্ঘ দেড় বছর অপেক্ষায় ছিলাম। অবশেষে গানটি মুক্তি পেয়েছে। ভালো লিরিকে গান শোনার শ্রোতা সব সময় আছে। আশা রাখি গানটি শ্রোতাদের ভালো লাগবে। সর্বোপরি শ্রোতাদের মূল্যায়নই বড় কথা। এজন্য শিল্পী সাদাত ও জি-সিরিজের কর্ণধার নাজমুল ভাইকে ধন্যবাদ।
রোমান্টিক ধাচের এ গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক স্বরোজ দেব। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন আশফাক রানা ও আরিয়ানা জামান। ভিডিও ও কালার সম্পাদনায় ছিলেন শাহরিয়ার শাহরুখ। জি-সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মুক্তি দিয়েছে। গানটি দেখতে ক্লিক করুন : https://www.youtube.com/watch?v=eUaiwyIb2GE