স্থানীয় সময় ১৪ই নভেম্বর (শনিবার) ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া ( ভি এ অস)’র ৩য় বার্ষিক সাধারন সভা সিডনীর ক্যাসুলার একটি ফাংশন সেন্টারে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও সাধারন সদস্যারা উপস্থিত ছিলেন।
এলামনাই এসোসিয়েশনের বর্তমান সভাপতি ডঃ মাহবুবা খানম মুক্তার স্বাগত বক্তব্যের পর সাধারন সম্পাদক ডঃ সুরঞ্জনা জেনিফার রহমান বার্ষিক কার্যবিবরণী এবং কোষাধ্যক্ষ তাসরিনা নাহিদ তন্বী আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়াতে বসবাসরত ভিকারুন্নেসা স্কুল এবং কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যপদে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। নতুন সদস্য হতে আগ্রহীদের অনলাইনে বিস্তারিত জানতে www.vaaus.org ওয়েবসাইটে যোগাযোগ করতে অনুরধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা জানান, সামগ্রিক কোভিড পরিস্থিতি বিবেচনা করে আগামী বছর নারী দিবসকে সামনে রেখে একটি ফান্ড রেইজিং ইভেন্ট আয়োজন করা হবে৷ পাশাপাশি ২০২১ সালে সকল ভিকারুননিসা এলামনাই কে সাথে নিয়ে একটি “পূনর্মিলনী” আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়৷ ফান্ড রেইজিং ইভেন্ট ও পূনর্মিলনী সংক্রান্ত সকল তথ্য এসোসিয়েশনের ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে যথা সময়ে সবাইকে জানানো হবে বলে তারা জানান।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে পাবলিকেশন্স সেক্রেটারি (সাকিনা আক্তার) এই তথ্য জানান।