সিডনি প্রবাসী মোঃ মোমিনুর রহমান (রজত) এর নামাজে জানাজা আগামী ২৪ নভেম্বর ( মঙ্গলবার) সকাল ১১ টায়, ৬ রিচার্ডসন রোডস্থ নারেলেন কবরস্থানে অনুষ্ঠিত হবে। রজতের স্ত্রী ও বন্ধুরা নামাজে জানাজা ও দোয়ায় শরীক হয়ে মৃতের আত্মার মাগফেরাত কামনা করার জন্য কমিউনিটির সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর (শনিবার) ভোরে ইঙ্গেলবার্নস্থ নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় মোঃ মোমিনুর রহমান (রজত) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ও ইন্না ইলেইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী তানজিনা জামান (মনি), এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।