আজ স্থানীয় সময় ২১ নভেম্বর (রবিবার) প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী বিজয় পাল সিডনির কোগরাহস্থ ম্যাকডোনাল্ড সংলগ্ল জেব্রা ক্রসিং এ একটি ফোর হুইল ড্রাইভ গাড়ির সাথে মুখোমুখি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা জানান, ‘উবার ফুড’ চালক বিজয় পালকে দ্রুত সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লাইফসাপোর্ট দেয়ার কিচ্ছুক্ষন পরেই তিনি মারা যান।
বিজয় পাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনিতে মাস্টার্সের শিক্ষার্থী এবং বাংলাদেশের টাংগাইল জেলার বাসিন্দা। বিজয় পালের এক বোনও শিক্ষার্থী হিসেবে সিডনিতে থাকেন বলে একটি সুত্র জানিয়েছে। প্রয়োজনীয় ময়না তদন্তের পর মৃতের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে কমিউনিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।