‘দি রিয়েল হিরো’ পুলিশ কনস্টেবল পারভেজ মিয়াকে (বিপিএম) সম্মাননা দিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল। গতকাল ১৫ নভেম্বর (রোববার) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক ও ৫০ হাজার টাকা উপহার দেয়া হয়।

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচাচলানায় সম্মননা প্রদান অনুষ্ঠানে পারভেজ মিয়ার বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে একজন বীরযোদ্ধা হিসেবে অভিহিত করা হয়। সম্মননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি সৈয়দ সুলতান উদ্দীন আহমদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, লেবার রাইটস সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক আমানুর রহমান, টাইমস টোয়েন্টিফোর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম ইমরুল কায়সার নিপন ও পরিচালক অপারেশনস ড. মুহাম্মদ মশিউর রহমান।

২০১৭ সালের ৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গৌরিপুরে একটি বাস রাস্তার পাশের খালে পড়ে যায়। সেদিন পারভেজ মিয়ার সাহসিকতায় বেঁচে গিয়েছিল শিশুসহ অনেক যাত্রীর প্রাণ। কিন্তু ২০১৯ সালের ২৭ মে ডিউটিরত অবস্থায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে নিজের একটি পা হারান এই বীরযোদ্ধা পারভেজ মিয়া।

পেশাগত দক্ষতার কারণে পারভেজ মিয়া পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পদক, শ্রেষ্ঠ কনস্টেবল পদকসহ নানা সম্মাননা স্মারক। পুলিশের একজন সিপাহীর এমন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি দিতে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের পক্ষ থেকে এই পুরস্কার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) এবং মিডিয়া পার্টনার টাইমস টোয়েন্টিফোর টেলিভিশন।