সিডনীতে বসন্ত এসে গেছে। করোনা আক্রান্ত বিশ্বে বসন্ত যেনো দোরগোড়ায় কড়া নেড়ে যাচ্ছে। বসন্তের হাওয়া দোলা দেয় সবার মনে। এই বসন্ত উদযাপনের লক্ষ্যে সিডনীর বাংলা শহর খ্যাত ল্যাকেম্বা তে বসেছিলো প্রানের মেলা। আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে সিস্টার হুডের মহিলারা করোনা কালে সীমিত পরিসরে ল্যাকেম্বার জুবিলী রিসার্ভে বসন্ত বরণের আয়োজন করে। সবাই হলুদে সবুজের রঙে নিজেদের সুসজ্জিত করে এসেছিল আর বাংলার ঐতিহ্যগত বিভিন্ন রকমের ভর্তা ও সাথে মিষ্টান্নর আয়োজন করেছিল।
মেয়েরা আনন্দে মেতে উঠেছিল বালিশ খেলা সহ বিভিন্ন খেলা এবং অংশ গ্রহণ করেছিল গান, নাচ, ছড়া এবং কৌতুকে যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রার বিনোদন দিয়েছে। এই বসন্ত বরণের প্রাণের মেলায় অংশ নিয়েছিলেন তুলি, রুবনা, পলি, লিজা, আবিদা, শারমিন , সুইটি, শ্রাবণী, শিখা, রোজিনা, রুমানা, সিনথিয়া প্রমুখ।