চেনা এই নগরীতে আবার তোমার সাথে দেখা
শুধু আমার জায়গায় অন্য কেউ তোমার পাশে,
জানিনা কেন এখনও অশ্রুসিক্ত হয়ে আঁখি
স্মৃতিগুলো বারবার হৃদয়ে ভাসে।
ভালোবেসে তুমি আমায় ‘পাগলী ‘বলে ডাকতে
আমার পাগলামি ও ছিল অদ্ভুত
মাঝরাতে ঘুম ভাঙ্গিয়ে বলতাম-
ভালোবাসো আমায়?
তুমি ঘুম ঘুম চোখে উত্তর দিতে
হুম! পাগলী আমার!
আমি একটু একটু করে করে নিজেকে
হারিয়ে ফেলেছিলাম তোমার ভিতর,
আমার সমস্ত অস্তিত্বে
মিলেমিশে তুমি একাকার।
আমি একটা সময় সত্যিই
তোমার জন্য পাগল,
আর তুমি! একটু একটু করে
ভাঙতে শুরু করলে
আমার ভালোবাসার আগোল।
তোমার সেই অবহেলায় অনেক কেঁদেছি
এখন চোখের জল শুকিয়ে গিয়েছে
কাঁদতেও আজ ভুলে গিয়েছি
নিজেকে খুঁজি নিঃসঙ্গতার মাঝে।
তুমি নতুন সাথীকে নিয়ে
বেঁধেছ সুখের ঘর
এখন তুমি অন্য কারো বর।
আর আমি!
সেই প্রাক্তনেই আটকে আছি।
তোমার জায়গাটা যে আমি
অন্য কাউকে দিতে পারিনি।
জানো! আজও তোমার নামেই সিঁদুর পড়ি
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে
তোমার জন্যই অপেক্ষা করি।
কি বোকা আমি তাই না!
তুমি তো কবেই আমাকে ছুড়েঁ ফেলেছ
কবেই দিয়েছ বিসর্জন।
তোমার কাছে তো আমি শুধুই ” তোমার প্রাক্তন”।
লাভলী রায়