সিডনি লোকাল হেল্থ ডিসট্রিক রোজল্যান্ড শপিং সেন্টারের কার পার্কে কোভিড ১৯ এর একটি নুতন ড্রাইভ থ্রু টেস্টিং ক্লিনিক স্থাপন করেছে। এই ক্লিনিকটি গত ১৩ জুলাই (সোমবার) থেকে শুরু হয়ে আগামী ৯ অগাস্ট (রবিবার) পর্যন্ত সপ্তাহের ৭ দিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। বিনামূল্যে এই কোভিড ১৯ পরিক্ষার জন্য কোন অ্যাপয়েনমেণ্ট, রেফারেল বা মেডিকেয়ার কার্ডের প্রয়োজন হবেনা।