মোহাম্মাদ আবদুল মতিন: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘ একমাস পর গত দুই দিনে অস্ট্রেলিয়ায় ২ জন মৃত্যুবরণ করেঁচে এবং নতুন আক্রান্ত হয়েছে ৩৭ জন। করোনা নতুন করে বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজ্যের মেলবোর্নে সেনা মোতায়েন করা হবে। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নতুন করে ১৫০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে এবং নতুন আক্রান্তের অধিকাংশই এই রাজ্যে। এই কারনে করোনার প্রকোপ প্রতিরোধের জন্য এক হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেইনল্ডস বৃহস্পতিবার বলেন , আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত সেনা মোতায়েন করা হবে। সেনাদের মধ্যে ৮৫০ জন বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে থাকা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মনিটর করবেন এবং বাকি ২০০ সেনা করোনা পরীক্ষার জন্য কাজ করবেন।
অস্ট্রেলিয়ার স্বাস্হ্য অধিদপ্তর ও ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৫৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬,৯৩১ জন। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত সর্বোমোট প্রায় ২২ লক্ষ লোকের করোনা পরীক্ষা করা হয়েছে। (ছবিঃ ইন্টারনেট)