সিডনি প্রবাসী প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্বদেশ এন্টারটেইনমেন্ট’ প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল অাজাদের প্রযোজনায় সম্প্রতি সিডনিতে একটি গানচিত্রের শুটিং সম্পন্ন করেছে।

এইবার যদি ফিরে আসি’ শিরোনামে গান চিত্রটির গানের কথা লিখেছেন আরিফুর রহমান কণ্ঠ দিয়েছেন ফয়সাল চৌধুরী ও সুর করেছেন মাহমুদুল হাসান। জায়েদ রিজওয়ানের পরিচালনায় মডেল হিসেবে অভিনয় করেন সাদী, রুপন্তি ও মাসুদুর রহমান। এছাড়া লাইন প্রোডিউসার হিসেবে ছিলেন ফকরুল রিয়া এবং শুটিংয়ে সার্বিক সহযোগিতার ছিলেন মাহফুজ আহমেদ।
গানচিত্রটি সম্পর্কে জানতে চাইলে প্রযোজক ফয়সাল আজাদ বলেন, ‘স্বদেশ এন্টারটেইনমেন্ট’ সব সময় নতুন কিছু করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। গানের কথা ও সুর খুবই ভালো হয়েছে। আশা করি দর্শকের মন জয় করতে পারবে। তিনিও আরো বলেন, ইতোমধ্যেই সিডনির দৃষ্টিনন্দন জায়গায় গানচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। এবং খুব শীঘ্রই গানচিত্রটি ইউটিউবে মুক্তি দেয়া হবে।

উল্লেখ্য, ‘স্বদেশ এন্টারটেইনমেন্ট’ বাংলাদেশের টিভি নাটক নিয়ে কাজ করে ইতোমধ্যেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছে। প্রতিষ্ঠানটি একের পর এক সফল প্রযোজনা নিয়ে দর্শকের সম্মুখে হাজির হচ্ছে। তারই ধারাবাহিকতায় নতুন গানচিত্র নিয়েও আশাবাদী নির্মাতারা।