মোহাম্মাদ আবদুল মতিন: করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসাধারী এবং তাদের স্ত্রী, আইনি অভিভাবক ও শিশুসহ আরও ১৮২ অস্ট্রেলিয়ার নাগরিক বাংলাদেশ ছেড়েছেন। আজ বুধবার (১০ জুন) শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান তাদেরকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারদের অস্ট্রেলিয়া ফিরিয়ে আনতে তৃতীয় এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দেশটির হাই কমিশন। বাংলাদেশ হতে গত ১৬ এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় সাতশর বেশি অস্ট্রেলিয়ান দেশে ফিরে এসেছেন। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিমানবন্দরে অস্ট্রেলিয়ান হাই কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিমানটিতে দু’জন নিউজিল্যান্ডের নাগরিকও আছেন। তারা অস্ট্রেলিয়া হয়ে নিউজিল্যান্ড যাবেন। ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে এসব তথ্য জানানো হয়েছে। ছবি (জাগে নিউজের সৌজন্যে