দিয়েছ কি কাউকে কষ্ট?!
করছ শুধুই সময় নষ্ট।
জানোনা ওই সময়টাই হতো,
তোমার সাথে তার শ্রেষ্ঠ।
চিন্তা করছ! কথা হবে কাল!
জানো না তুমি –
রাত গড়িয়ে হবে কি সকাল ?!
মনের ভেতর মান,
নম্র হলে কখনো কমেনা সম্মান।
চিন্তা! চিন্তা! আর চিন্তা
হয়েছে মাথা গরম, বেড়েছে দুশ্চিন্তা?!
কপালে পড়েছে ভাজ,
মনোমালিন্যওই, আজ হয়েছে মাথার তাজ।
চোখেতে ধরেছে লজ্জা,
ঢিলে ঢালা হয়েছে মনের কব্জা।
কানেতে হয়েছে চুলকানি,
টল টল করছে চোখের পানি,
কথা বললে কখনো হবেনা সম্মান হানি।
জানি, আমরা সবাই জানি,
তারপরও আমরা সবাই,
এসব নিয়ে করি শুধুই টানাটানি।
কথায় বেড়েছে কথা,
বেড়েছে কথার লতাপাতা।
হয়েছে দু কান ভারী,
আসুন এসব ছাড়ি।
মানুষকে দিবোনা কষ্ট,
একটু নেই আড়ি,
মনটা হোক শুধুই হাঁসির বাড়ি।
এনামুল হক মজুমদার শাকিল
সিডনি