৩৬০ ইভেন্ট সেন্টারের প্রযোজনায় এবং সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন এর সঞ্চালনায় “জীবন আদর্শে ইসলাম” শীর্ষক নিয়মিত আলোচনা অনুষ্ঠান আগামী ১৪ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় শুরু হবে।
৩৬০ ইভেন্ট সেন্টারের একজন মুখপাত্র জানান, ইসলামী এই আলোচনায় নিয়মিত ভাবে আলোচক হিসেবে অংশগ্রহন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, ড. মুফতী মুহাম্মাদ কফীলুদ্দীন সরকার সালেহী (অধ্যক্ষ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা)। এছাড়াও সিডনির সেন্ট মেরিস্ মসজিদের ইমাম মোহাম্মাদ আবু হুরাইরাহ আজহারী, অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে শেখ এবং ইমামগন সহ বিভিন্ন দেশের বক্তারা ইসলাম ও জীবন সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমাদের সাথে আগামী অনুষ্ঠান গুলোতে পর্যায়ক্রমে অংশগ্রহণ করবেন। বিস্তারিত তথ্যের জন্য নীচের লিঙ্কে ক্লিক করা যেতে পারেঃ https://facebook.com/events/s/islam-with-ideal-life-%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%B6/2483470635086996/?ti=icl