মোহাম্মাদ আব্দুল মতিন: গত ২৭ এপ্রিল (সোমবার) সকালে ক্যান্টারবারী হাসপাতালে ইন্তেকাল করেন সিডনির সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম হোসেন (ইন্নালিল্লাহি ওয়াইনল্লা ইলাহি রাজেউন)।
দীর্ঘদিন যাবত তিনি মরণব্যাধী ক্যানসারে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলেন ৬২ বছর। মরহুম নাসিম হোসেন স্ত্রী, দুই কন্যা, এক পুত্র এবং বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃতু্তে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছাঁয়া নেমে আসে।
নাসিম হোসেন ১৯৮১ সালে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশে আসেন। তিনি সিডনির লাকেম্বায় বসবাস করতেন। নাসিম হোসেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা, দক্ষ সংগঠক এবং একজন কন্ঠশিল্পী ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ কমিউনির বিশিষ্ট ব্যক্তি বর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। নাসিম হোসেনকে ন্যারিল্যান্ড কবরস্থানের দাফন করা হয়।