কাটছে সময় রুমে ঘুরে,
চলে যাচ্ছে মন শুধু দূরে।
মাঝে মাঝে থাকছে চোখ টিভিতে,
থাকছেও চোখ CVতে।
হয়ে যাচ্ছে কান ভারী
কথা হচ্ছে অবিরাম,
নেই কোনো কমা-দাড়ি।
খেলা হচ্ছে মোবাইলে অনবরত,
মন বসেনা ঘরে আর কতো।
টিভি দেখছি যত,
মন খারাপ হচ্ছে ততো,
মানুষ মারা যাচ্ছে আর
ত্রাণ চুরি হচ্ছে কতো।
মানবতা নেই এই মহাদুর্যুগে,
দেখছি কতো কিছুই অবশেষে,
মানুষও কান দিচ্ছে হুজুগে।
কাটছে সময় বিছানায় শুয়ে-শুয়ে,
লাফ দিয়ে উঠি আতঙ্কে আর ভয়ে।
জানিনা থাকবে আর কতদিন করোনা,
করছেনা একটুও করুনা।
এনামুল হক মজুমদার (শাকিল)