করোনা ভাইরাস সঙ্কটে সিডনি প্রবাসী বাংলাদেশীরা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সোনাল প্রোটেক্টিভ জ্যাকেট সরবরাহ করবে। এই মহতি উদ্যোগের সাথে সিডনি প্রবাসীদের মধ্যে আছেন হাসান সাইমুন ফারুক রবিন, রুহুল আমিন, ফরহাদ আসমার, সুলতানা নদী, নাদিম পরদেশী, তারেক ইসলাম, আরিফ রহমান, হক নাদের প্রমুখ।
অন্যতম উদ্যোগতা হাসান ফারুক সাইমুন রবিন জানান, সারা পৃথিবী আজ করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে, বাংলাদেশের হাসপাতাল গুলোতে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের জন্য পর্যাপ্ত পার্সোনাল প্রোটেক্টিভ জ্যাকেট না থাকায় তারা রোগীদের চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে আমরা প্রবাসীরা সামান্য উদ্যোগ গ্রহন করেছি। আমরা আশা করবো আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে পাঠানো পার্সোনাল প্রোটেক্টিভ জ্যাকেট যেন শুধুমাত্র চিকিৎসা খাতেই ব্যবহৃত হয়। পাশাপাশি তিনি পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীদের এই সেবায় এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানান।