নিউজিল্যান্ডের অকল্যান্ডে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে এসেছে প্রবাসী বাংলাদেশী তানজির ও তার স্ত্রী শায়লা। এক ফেজবুক বার্তায় তারা জানান, অকল্যান্ডে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের নাস্তা, দুপুরের ও রাতের খাবার সহ ও তাদের বাচ্চাদের প্রয়োজনে আমরা রান্না করা খাবার, সিরিয়াল, দুধ, রুটি, চিনি, চিজ, জ্যাম, সহ যে কোন ধরনের খাবারের ব্যবস্থা করবো। এই পরিবারটি অন্যদের মনোবল বজায় রাখতে, লজ্জিত কিংবা হতাশা গ্রস্থ না হয়ে তাদের https://www.facebook.com/tanzeer.zobaer ইনবক্স করতে বিনীত অনুরোধ জানিয়েছে।