ডঃ রতন কুণ্ডুঃ গত ২৩ ফেব্রুয়ারী (রবিবার) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনি অফিস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক নৃত্য নকশার আয়োজন করে।

সন্ধ্যায় ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে আয়োজিত এই নৃত্য নকশায় বাংলাদেশ থেকে আগত ধৃতি নর্তনালয় তাদের প্রযোজনা উপস্থাপন করেন। ইতিহাস ভিত্তিক কাহিনী কবিতা ও গানের সাথে কোরিওগ্রাফির মাধ্যমে জাতির পিতার জীবন দর্শন তুলে ধরা হয়। উপস্থিত সুধী মণ্ডলী এই সুন্দর আয়োজনের জন্য কনসাল জেনারেল ড.মাসুদুল আলম ও কনসাল কামরুজ্জামানকে ধন্যবাদ জানান।
