স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৪টায় ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অ্যাসফিল্ডের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধে’ পুষ্পস্তবক অর্পন করে।

কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিনের নেতৃত্বে কাউন্সিলের সদস্য সহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ এই পুষ্পস্তবক অর্পনে অংশগ্রহণ করে। এক সংক্ষিপ্ত বক্তৃতায় মোহাম্মাদ আব্দুল মতিন সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে উপস্থিত সবাইকে অংশগ্রহন করর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
