গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিডনি সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নিপুন রায়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি অস্ট্রেলিয়ার ও জিয়া ফোরামের নেতৃবৃন্দ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ কুশল বিনিময় ছাড়াও কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্পর্কে খোজ খবর নেওয়ার পাশাপাশি নেত্রীকে মুক্তির ব্যাপারে প্রবাসীদের কি ভুমিকা থাকা উচিত সে ব্যাপারে সার্বিক আলোচনা করেন। তারা আশা প্রকাশ করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরেই আন্দোলনের মাধ্যমে কারা মুক্তি করা সম্ভব।

নেতৃবৃন্দ নিপুন রায়ের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকির আলম লেনিন, হায়দার আলী, মন্জুর ইসলাম আলমগীর, মিতা কাদরী, মিজানুর রহমান, সালমা বেগম প্রমুখ।