স্থানীয় সময় ২ ফেব্রুয়ারি (রবিবার) স্কুল প্রাঙ্গনে এই বছরের নুতন শিক্ষাবর্ষের প্রথম দিনে সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বিশেষ উন্মুক্ত দিবস অনুষ্ঠিত হয়। এই সময় বাংলা ভাষাভাষী উল্লেখযোগ্য সংখ্যক নতুন অভিভাবক, ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং বাংলা প্রেমীদের উপস্থিতিতে সরগম হয়ে ওঠে ৮ বেনহাম রোড, মিন্টুস্থ স্কুলের নিজস্ব ক্যাম্পাস।

সকাল এগারোটায় শুরু হাওয়া উন্মুক্ত দিবসের কার্যসূচীর মধ্যে ছিল স্কুল পরিচিতি, স্কুলের শিক্ষা দান পদ্ধতি, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম সংক্রান্ত তথ্য, ক্লাস পরিভ্রমণ এবং প্রশ্নোত্তর পর্ব। এই সময় স্কুলের সামগ্রিক কার্যক্রমের উপর একটি তথ্য ভিত্তিক সচিত্র পরিবেশনা নতুন অভিভাবকদের স্কুল সম্পর্কিত ধারণা তৈরিতে সহায়তা করে। পরে উপস্থিত সবাই বাংলা স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন।

তথ্যবহুল এই পর্বটি পরিচালনা করেন উন্মুক্ত দিবস আয়োজনের সমন্বয় কারী এবং কার্যকরী কমিটির সহ সভাপতি মাসিউল আযম খান স্বপন। সবশেষে আগত অতিথিদের হালকা খাবার ও চা চক্রে আমন্ত্রিত করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।
