ঢাকায় আগামী অমর একুশে বইমেলা ও ২২তম সিডনি অমর একুশে বইমেলা’ ২০২০-এ একসাথে প্রকাশিত হচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত কবিদের সাহিত্যকর্ম নিয়ে সংকলিত কবিতার বই, “প্রশান্ত পাড়ের কবি ও কবিতা”র দ্বিতীয় সংকলন ও সংস্করন। দ্বিতীয় সংকলনে যুক্ত হয়েছে বেশ কয়েকজন পাঠক প্রিয় কবিদের কাজ।
বইটির সম্পাদক আল নোমান শামীম জানান, শতবছর পরে কেউ যদি জানতে চায়, এই সময়ে এই দেশে কোন কোন কবিরা বুক পকেটে বাংলাদেশ নিয়ে ঘুরে বেড়াতো, এই বিশাল আয়োজনটি হয়তো তাদের মন, সাহিত্য আর গবেষণার খোরাক যোগাবে।
তিনি জটিল সময় ও শ্রম সাপেক্ষ্য কাজে যারা সহায়তা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি এই সংকলনটি আগামী ৯ই ফেব্রুয়ারী সিডনির অমর একুশে বইমেলা, এশফিল্ড থেকে অথবা ঢাকার অমর একুশে বই মেলায় অন্বেষা প্রকাশনীর স্টল থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়েছেন। প্রশান্ত পাড়ের কবি ও কবিতা বইটির প্রকাশক শাহাদাত হোসেন, অন্বেষা প্রকাশনী, ঢাকা।