আগামীকাল ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে নিউ সাউথ ওয়েলসে গাড়ি চালানোর জন্য ডাবল ডিমেরিটস শুরু হচ্ছে। পাশাপাশি এনএসডব্লিউ পুলিশ ড্রাইভারদের বড়দিন এবং নতুন বছরের শুরুতে ‘সুরক্ষার পথে এগিয়ে চলার’ প্রতি আহ্বান জানিয়েছে।
যে কেউ নিদিষ্ট গতি অতিক্রম করে দ্রুত গতিতে গাড়ি চালালে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে, সিটবেল্ট বা হেলমেট না পড়লে এই সময় দ্বিগুণ শাস্তির মুখোমুখি হতে হবে। পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে যে কেউ ধরা পরলে অর্থ জরিমানার পাশাপাশি ১০ ডিমেরিট পয়েন্ট কাটা যাবে।
এনএসডব্লিউ সেন্টার ফর রোড সেফটি এক্সিকিউটিভ ডিরেক্টর বার্নার্ড কার্লন বলেন, “যদি আপনি এই ছুটির মৌসুমে ভ্রমন করেন, তবে রাস্তাগুলিতে আপনাদের অধিকতর সতর্ক থাকতে হবে। তিনি দূরের যাত্রার ক্ষেত্রে পরিমিত বিশ্রাম নিয়ে এবং তাড়াহুড়া না করে প্রচুর সময় হাতে রেখে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন “আমরা চাই প্রত্যেকে যেন নিরাপদে তাদের গন্তব্যে পৌছায়।“
ডাবল ডিমেরিটস শুক্রবার ভোর ১২ টা ০১ মিনিট থেকে শুরু হয়ে নববর্ষের দিন ১ জানুয়ারি (বুধবার) দিবাগত রাত ১১ টা ৫৯ মিনিট অবধি চলবে। এই সময় পুলিশ এলকোহল এবং ড্রাগ ড্রাইভিং সহ খারাপ আচরনের দিকেও লক্ষ্য রাখবে।