বৃষ্টি বিলাস
খুব ইচ্ছে হয় বৃষ্টি বিলাসের
অদ্ভুত সংশয় রাশ টানে মনের জানালায়
মানস চক্ষে দেখতে পাই ভাঙ্গা টিনের চালে অঝোর বৃষ্টি নুপুরের চঞ্চলতা
ঘরের কোনে ছুটোছুটি যেন ভেসে না যায় সাজানো সংসার
নতুন সূর্যোদয়ের অপেক্ষায় কাটে প্রহর
ভালোবাসার দৃষ্টি দেখে রংধনু
সাকিনা আক্তার, সিডনি