গতকাল ২০ নভেম্বর দিবাগত রাত প্রায় দুইটায় দিকে একজন প্রবাসী বাংলাদেশী কাজ শেষে বাসার সামনে এসে পুলিশ পরিচয়দানকারী একদল ছিনতাইকারীর কবলে পড়েন। সিডনির মিন্টু এলাকায় এই ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান, ঐ রাতে বাসার সামনে গাড়ি থেকে নামার সময় তার মোবাইল ফোনে দেশ থেকে একটি জরুরি কল আসে। তিনি গাড়ীর সিটে বসে দরজা খোলা অবস্থায় কথা বলছিলেন। এই সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেট গাড়ি তাঁর পার্ক করা গাড়ীর সমান্তরালে রাস্তার মাঝে এসে দাঁড়ায়। এই সময় সাদা পোশাকে ৩০- ৩২ বছরের একজন গাড়ি থেকে নেমে এসে আন্ডারকভার পুলিশ পরিচয় দিয়ে তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। অন্য দুইজন আরোহী তাদের গাড়িতেই বসে ছিল। তিনি ড্রাইভিং লাইসেন্স বের করে দিলে তাঁর কাছে কিংবা গাড়িতে ড্রাগ আছে সন্দেহে ছিনতাইকারী প্রথমে তাঁর ওয়ালেট ছিনিয়ে নেয় এবং পরে তাকে গাড়ির পিছনে গিয়ে দাঁড়াতে বলে। তিনি গাড়ির পিছনে গিয়ে দাঁড়ালে সে এলোপাথারি ভাবে গাড়ি ছার্চ করতে থাকে। তারপর দ্রুত নিজেদের গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী ভদ্রলোক আরও জানান, পালিয়ে যাবার সময় তারা গাড়ির চাবি ও চশমা রাস্তায় ছুড়ে ফেলে যায়। পরে ঘটনা স্থলে পুলিশ এসে পৌছায়। কেউ আন্ডারকভার পুলিশ পরিচয় দিলে পুলিশ কমান্ড কমুনিটির সবাইকে তার পরিচয়পত্র চাওয়ার পরামর্শ দেয়। পুলিশ অনুসন্ধান চলছে।