গত ১৭ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় লাকেম্বা পাবলিক লাইব্রেরী হলে স্থানীয় শরীয়তপুর বাসীদের উপস্হিতিতে আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে প্রথম বারের মত বাৎসরিক নৈশ ভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর সদ্য প্রয়াত স্বপন দেওয়ানের বাবা, কেয়া নুরের মা এবং নিরুপমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সাংস্কৃতিক সন্ধ্যা যৌথভাবে সঞ্চালনা করেন মাসুম দেওয়ান, পলাশ হক, আসমা আলম ও সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে ফারিয়া আহমেদ, রুনু রফিক, সুলতানা নুর ও সুজন মনমুগ্ধকর গান পরিবেশন করে। ছোট্ট সোনামনিদের জন্য ফেইস পেন্টিং, ফেয়ারী ডান্স, কবিতা আবৃতি ও লোকগীতি সহ আধুনিক গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্হ ‘শরীয়তপুর জেলা সমিতি’র সভাপতি আনিস উদ্দিন মিয়া। প্রধান অতিথ তার বক্তব্যে শরীয়তপুর জেলার কৃষ্টি ও ঐতিহ্য বিশদভাবে তুলে ধরে ১৯৮৪ সালে ইতিহাস খ্যাত ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহর নামে ৬ টি উপজেলার সমন্বয়ে নুতন জেলা শরীয়তপুর স্থাপনের প্রেক্ষাপট ও বর্ননা করেন। সুদুর প্রবাস অষ্ট্রেলিয়ায় বসবাসরত শরীয়তপুর বাসীদের এক্যবদ্ধ্য হয়ে পারস্পরিক কল্যানে অত্র সংগঠন গড়ে তোলায় উপস্হিত শরীয়তপুর জেলাবাসীদের তিনি অভিনন্দন জ্ঞাপন করেন।

সাংস্কৃতিক সন্ধ্যার সার্বিক সহযোগীতায় ছিলেন বেলায়েত হোসেন, মোঃ আলী সিকদার, নুরুল হক মিলন, মাসুম দেওয়ান, আবু বক্কর, পলাশ হক, সিরাজুল ইসলাম, শরীফ আহমেদ, স্বপন দেওয়ান, শফিক সেখ, আসমা আলম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ন ও পরিকল্পনায় ছিলেন অত্র সংগঠনের কো-অর্ডিনেটর রফিক উদ্দিন।