সিডনিতে এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল গত ১০ নভেম্বর (রবিবার) সিডনিতে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিনের শুরুতে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ইলিয়াস আলীর ভাই সিলেট জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এম আসকির আলী। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস আলীর সুযোগ্য সহধর্মিণী তাহসিনা রুশদি লুনা এবং ইলিয়াস আলীর একান্ত সহকারী মোঃ মইনুল হক এর পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ অস্ট্রেলিয়া আহ্বায়ক মোঃ জুমান হোসেন।

যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজুর পরিচালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো: মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাসিম উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম, ওয়ারিস মাহমোদ, বিএনপি অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ কামরুল হাসান আজাদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মোহাইমেন খান মিশু, নিউসাউথওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,যুবদলের সাংগঠনিক সম্পাদক জেবল হক জাবেদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক মোহাম্মদ জুমান হোসেন, আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম,মাসুম বিল্লাহ, মোঃ পারভেজ আলম প্রমুখ।

বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ ইলিয়াস আলীসহ ‘গুম’ হওয়া দলের সকল নেতাকর্মীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।