গত ৪ নভেম্বর (সোমবার) সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দের সাথে মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু-এর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য-সাক্ষাৎসহ রাজনৈতিক ও দেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি গত ৩ নভেম্বর, জেলহত্যা দিবস ও মহান চার নেতাকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ এখন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নত দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে।’ প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়ষী প্রশংসা করেন। এবং তিনি সকল প্রকার রাজনৈতিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনমিয় সভায় সিরাজুল হক বলেন, ‘আমরা প্রবাসে থেকেও সব সময় বাংলাদেশকে বুকে ধারণ করি এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশের জন্য কাজ করার চেষ্টা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য সব সময় প্রস্তুত।’ মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির বলেন, ‘জেলহত্যা দিবসের শহীদ মহান চার নেতার বাংলাদেশে মুক্তিযুদ্ধের শক্তি ছাড়া অন্য সকল অপশক্তিকে উৎখাত করতে হবে।’
মতবিনমিয় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান কচি, সাংগঠনিক সম্পাদক এসএম দিদার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, সিডনি শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কস্তা, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া’র সভাপতি আমিনুল ইসলাম রুবেল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. আব্দুর রহমান, এপিএস ঝন সাহা, বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিজি ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইনামুল হক ও ড. শাহ আলী, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব খোরশেদ আলম, ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শাহনুর জাহেদুল হাসান প্রমুখ।