অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি ভোডাফোন এর একটি বিজ্ঞাপন চিত্রে সম্প্রতি সিডনি প্রবাসী রোকসানা বেগম এবং তার মেয়ে আদ্রিতাকে দেখানো হচ্ছে।
আনিসুর রহমান জানান, ভোডাফোন ফ্যামিলি ডাটা শেয়ার সেগমেন্টের জন্য বিজ্ঞাপনের মডেল আহবানে সাড়া দিয়ে কিছুদিন আগে তার স্ত্রী রোকসানা বেগম ও মেয়ে আদ্রিতা ছবি জমা দেয়। বাছাই পর্ব শেষে ২৫ টি পারিবারিক ছবির মধ্যে রোকসানা ও আদ্রিতার ছবিটি বিজয়ী হয়। তারপর গত ১৩ সেপ্টেম্বর স্থানীয় ব্রাইটন লি স্যান্ড বীচে দিনব্যাপী বিজ্ঞাপনটির চিত্রগ্রহনের পরদিন থেকে অস্ট্রেলিয়া ব্যাপী মুলধারার বিভিন্ন টেলিভিশন, চ্যানেল, সংবাদপত্র, নিউজ পোর্টাল, ভোডাফোন পোর্টাল সহ বিভিন্ন শহরের বিলবোর্ড গুলোতে এই বিজ্ঞাপনটির ছবি ও ভিডিও প্রদর্শিত হচ্ছে।

উল্লেখ্য, রোকসানা বেগম ও আনিসুর রহমান সিডনিতে শিল্পী দম্পতি হিসেবে সুপরিচিত। তাদের ছেলেমেয়েরাও গান ও নাচ করার পাশাপাশি রোকসানা সিডনিতে কিশলয় কচিকাঁচার আসর নামে একটি গানের স্কুল পরিচালনা করেন।
