শতদল তালুকদারঃ অস্ট্রেলিয়ার কোয়াণ্টাস এয়ারলাইনস চালু করলো বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট। নিউইয়র্ক থেকে সিডনি পর্যন্ত এই প্রথম কোনো এয়ারলাইনস এত দীর্ঘ পথ কোথাও না থেমে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। এর মধ্যদিয়ে একটি বিমান ও এর যাত্রীদের দীর্ঘ যাত্রার মানসিক ও শারীরিক সীমার পরীক্ষা হতে যাচ্ছে।

৪০ যাত্রী নিয়ে কোয়াণ্টাসের বোয়িং ৭৮৭-৯ ফ্লাইটটি শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেছে। এসব যাত্রীর অধিকাংশ কোয়াণ্টাসের কর্মচারি। এ দীর্ঘ পথ অতিক্রম করে আগামীকাল রবিবার সকালে বিমানটির অস্ট্রেলিয়ার সিডনিতে অবতরণের কথা রয়েছে।

এ বছর অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনের পরিকল্পিত তিনটি ‘দীর্ঘ বিমান যাত্রার’ প্রথমটিতে গবেষকরা ১৯ ঘণ্টার বিরতিহীন যাত্রায় যাত্রীদের ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করবেন।