ডঃ রতন কুণ্ডুঃ অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী মহিলাদের পারিবারিক সহিংসতা বা ডোমেস্টিক ভায়োলেন্স রোধে ” ওমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়া ইনক” নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করে। আজ ১৭ অক্টোবর (বৃহস্পতিবার ) সন্ধ্যায় সিডনির লাকেম্বার একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্থানীয় কাউন্সিলর শাহে জামান টিটুর অনুপ্রেরণায় প্রবাসী নারী নেতৃত্বে এগিয়ে এসেছেন, তিশা তাসনিম তানিয়া, এলিজ জারা টুম্পা, নাসরিন নাহার, সাজেদা আক্তার, পপি কবির, তাম্মি পারভেজ প্রমুখ।

“End Abuse Now” বা “এখনই সহিংসতা বন্ধ করুন” সংগঠনের মূল স্লোগান নিয়ে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে এলিজা জারা সংগঠনের উদ্দেশ্য, আদর্শ, ভবিষ্যৎ কর্মপন্থা ও বিভিন্ন মেয়াদী কর্মসূচী বর্ণনার পাশাপাশি এই সংগঠনটি জনকল্যাণমূলক ও সচতনতা বৃদ্ধিতে কাজ করে যাবে বলেও জানান। তিনি দৃঢ় আশাবাদ করে বলেন, এর ফলে আমাদের প্রবাসী কমিউনিটিতে পারিবারিক সহিংসতা অধিকাংশ ক্ষেত্রে রোধ বা নিয়ন্ত্রণ করা সম্বব হবে।