অনিবার্য কারণবশতঃ পেন্সিল অস্ট্রেলিয়া’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে। ‘পেন্সিল অস্ট্রেলিয়া’ আগামী ২৮শে সেপ্টেম্বর শনিবার তাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন ইঙ্গেলবার্নের (৩১- ৩৫ কাম্বারল্যান্ড রোড) করেছে। পাশেই ম্যাকুরি রোড কার পার্কিং এ প্রায় চারশত গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।
পেন্সিলের মডারেটর সাকিনা আক্তার স্থান পরিবর্তনের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে, সাকিনা: ০৪৫২১৮১৮৫৮ জয় ০৪৫৮৮২১১১৩।
