গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় সিডনির কোগরার সেন্ট জর্জ অডিটোরিয়ামে মনোমুগ্ধকর নজরুল সংগীতের আসর “সুরের জলসা” অনুষ্ঠিত হয়। প্রবাসী নজরুল সংগীত শিল্পী এহসান রেজা সুরের মূর্চ্ছনায় দর্শকদের মুগ্ধ করে রাখেন। পাশাপাশি নজরুলের গানে বিমুগ্ধ হন দর্শকরা। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিল জন্মভূমি টেলিভিশন।

নাসিমা আক্তারের সঞ্চালনায় এহসান রেজার গাওয়া, খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু, চাঁদ হেরিছে, কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে, শাওনও রাতে যদি স্মরণে আসে মোর, নয়ন ভরা জল গো তোমার, অসাধারণ এই গানগুলো নজরুলের বাণী আর সুরের মূর্চ্ছনায় আসরে অংশ নিতে আসা সংগীত পিপাষুদের বিমোহিত করে।

শিল্পীকে তবলায় সহায়তা করেন অভিজিত দান, কী বোর্ডে নীলাদ্রী চক্রবর্তী, গিটারে বনফুল, মন্দিরাতে লোকমান হাকিম। গানের বিরতিতে নৃত্য পরিবেশন করেন অর্পিতা সোম।