সিডনির ইঙ্গেলবার্ন শপিং ভিলেজের ভিতরে একটি ষ্ট্রীট লাইব্রেরী আছে। এখান থেকে যে কেউ বই নিয়ে পাশের চেয়ারে বসে পড়তে পারেন। কিংবা নিজ দায়িত্বে বাসায় নিয়ে গিয়ে পড়ে আবার ফেরত দিতে পারেন। না, কোনও রেজিস্টার বইয়ে লিখে বই ধার করতে হবে না। সততার উপর বিশ্বাস করে এই লাইব্রেরী পরিচালিত হয়।

আবার আপনি যে বইগুলি পড়ে ঘরের কোনে ফেলে রেখেছেন সেই বইগুলি ষ্ট্রীট লাইব্রেরীতে দান করতে পারেন। তাহলে অন্যেরা বই নিয়ে পড়তে পারবেন। অন্যদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য আপনিও আপনার বাড়ির সীমানায় এই ধরনের ষ্ট্রীট লাইব্রেরী গড়ে তুলতে পারেন।
ইঙ্গেলবার্ন শপিং ভিলেজের ভিতরে এই ষ্ট্রীট লাইব্রেরীতে কোনও বাংলা বই নেই। অথচ বাংলাদেশী অধ্যুষিত এই এলাকায় অনেকেরই বাংলা বই পড়ার অভ্যাস আছে। তাই বিনীত অনুরোধ যারা তাদের বইগুলি পড়ে শেষ করার পর অন্যদের পড়ার সুযোগ করে দিতে চান তারা অনুগ্রহ করে ইঙ্গেলবার্ন শপিং মলের ভিতরে এই ষ্ট্রীট লাইব্রেরীতে রেখে আসতে পারেন। পাশাপাশি যারা বাংলা বই পড়তে চান তারা পাশে বসে অথবা বাড়িতে নিয়ে এসে পড়ে আবার যথাস্থানে রেখে আসতে পারেন।