গত ১৮ই আগষ্ট (রবিবার) সিডনির বেলমোরস্থ রেডম্যান প্যারেডে অস্ট্রেলিয়ায় বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
স্হানীয় সময় সন্ধা ৫টায় অনুষ্ঠানের শুরুতে বক্তারা বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
উপস্হিত নেতাকর্মীরা খালেদা জিয়ার ৭৫ তম জন্মদিন উপলক্ষে তাঁর আরোগ্য কামনায় দোয়া দরুদ ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তবাদী দল অস্ট্রেলিয়া শাখার দলীয় নেতাকর্মী, সাংবাদিক, মহিলা নেত্রীকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।