সিডনি প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ড. মোখলেসুর রহমান আজ ১৮ অগাস্ট (রোববার) আরপিএ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর।
আগামীকাল ১৯ অগাস্ট (সোমবার) দুপুর সাড়ে বারোটায় লাকেম্বা বড় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সিডনির বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে ও বাংলাদেশী কমিউনিটিতে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
মরহুম মোখলেসুর রহমান ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ায় আসেন। ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়ানদের সমর্থনে কাজ করা সহ মুক্তিযাদ্ধাদের সাহায্যের জন্য ওষুধ, কাপড় ও অন্যান্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক ছিলেন। অস্ট্রেলিয়া আসার পর তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পরবর্তীতে এই সংগঠনের সাধারন সম্পাদক ও প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ছবি: সংগ্রহ