আগামী ৭ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে “গানে গানে জোছনার দ্বিতীয় সিজন”এ প্রবাসী জনপ্রিয় শিল্পী দম্পতি আতিক হেলাল ও মিতা আতিক এর একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে আগত যন্ত্র শিল্পীদের মধ্যে থাকবেন কীবোর্ডে রূপ তনু, বেস গীটারে রানা, লিড গীটারে জাহিদ এবং রিদম গীটারে কামরুল। সিডনি থেকে তবলায় থাকবেন তমাল।
আয়োজকরা জানান, এবার বাংলাদেশের প্রয়াত গুণী শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, সুবীর নন্দী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, বারী সিদ্দিকী, আইয়ুব বাচ্চু ও আলী আকবর রুপুর গান থাকবে। এরপর থাকবে সোনালী দিনের বাংলাদেশের ও হিন্দি গান সাথে গজল ও দেশী সিনেমার গান। এছাড়া শিল্পী জুটি দর্শকদের অনুরোধের গানও গাইবেন।
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড উইন্ডস্ এর ভোকালিষ্ট ছিলেন আতিক হেলাল। ১৯৯৩ সালে আতিক হেলাল অস্ট্রেলিয়ায় আসেন। সিডনিতে তিনি জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী হিসেবে সুপরিচিত।
আফরিনা মিতা আতিক হেলালের সহধর্মিনী। তিনি মিতা আতিক নামে জনপ্রিয়।আতিক হেলাল ও মিতা জুটির বেশ কিছু মিক্সড আ্যলবাম রয়েছে। নান্দনিক মঞ্চ নাটক ‘লীভ মি এলোনে’ কন্ঠ দিয়েছেন মিতা আতিক।