গত ১৬ই আগস্ট (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের পিএনআর প্রাঙ্গনে সিডনি ইউনিভার্সিটি বাংলাদেশী স্টুডেন্টস এসোসিয়েশন (সুবসা) তাদের নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করে।
নবীণ বরণ অনুষ্ঠানে সুবসা’র সভাপতিবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এই সময় সুবসা’র কার্য নির্বাহী কমিটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও পথচলার উদ্দেশ্য সম্পর্কে সবাইকে অবহিত করেন। এছাড়াও নবাগতদের উদ্দেশ্যে বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন দিক নির্দেশনা ও শিক্ষা মূলক বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল বাংলাদেশী শিক্ষার্থীরা ও গবেষক বৃন্দের উপস্থিতে নবীণ বরণ অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠান শেষে মুখরোচক বাঙালি খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য এই সিডনি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০০ জন বাংলাদেশী শিক্ষার্থীরা বর্তমানে অধ্যয়নরত আছেন।