তুমি আমার হৃদয়ের ছোট্ট হিটার,
মনটা যখন খারাপ থাকে
বাজাও হৃদয়ে গিটার।
তুমি আমার মনের আকাশে
একটা রঙিন ঘুড়ি,
দুঃখ গুলো তাড়িয়ে বেড়াও
বাজিয়ে তোমার তুড়ি।
তুমি আমার গভীর রাতের
অন্ধকারের আলো,
দুঃখগুলো যতই থাকুক
হাত ধরেই চলো।
আমার হৃদয়ের আকাশে
তুমি সবুজ পাখি,
তোমার ভালোবাসা গুলো
সযতনে লুকিয়ে রাখি।
এনামুল হক মজুমদার শাকিল
সিডনি প্রবাসী কবি