মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জীবনের উপর তৈরী “হাসিনাঃ এ ডটার’স টেল” – নামের ঐতিহাসিক ডকুড্রামা আজ ১৩ই আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় HOYTS Highpoint (Hightpoint Shopping Centre), ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভেল অফ মেলবোর্নে “সাবকন্টিনেন্ট ক্যাটাগরী”তে প্রদর্শিত হবে।
পিপ্লু খানের পরিচালনায় তৈরী এই ডকু-ড্রামাতে সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর পরিবারের বেঁচে যাওয়া দুই সদস্য, দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার কি করে দেশকে ঘিরে তাদের পিতার স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম করেছেন তার চিত্র ফুটে উঠেছে। এই ডকু-ড্রামাটি ২০১৮ এর ১৫ই নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়।
পরবর্তীতে এই বছরের জুলাই মাসে এটি দক্ষিন আফ্রিকার ডারবার ফিল্ম ফেস্টিভেলে প্রদর্শিত হয়। এছাড়া এই বছরের শেষের দিকে স্পেনের বার্সেলোনা এসিয়ান ফিল্ম ফেস্টিভেল ও দক্ষিন কোরিয়ার DMZ International Documentary Film Festival এও প্রদর্শনের বদোবস্ত করা হয়েছে।
মেলবোর্নে বসবাসরত বাংলাদেশীদেরকে উক্ত প্রদর্শনীতে এসে এই ঐতিহাসিক ডকুড্রামা সপরিবারে দেখার অনুরোধ জানিয়েছেন মেলবোর্ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব মোল্লা মোঃ রাশিদুল হক।