পেন্সিল অস্ট্রেলিয়ার তৃতীয় বর্ষ পূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪ টায় সিডনির ইঙ্গেল্বার্নস্থ দাওয়াত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানায়, অংশগ্রহণের জন্য জনপ্রতি দশ ডলার নির্ধারন করা হয়েছে তবে পাঁচ বছরের নীচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না। যে কোনো প্রয়োজনে সাকিনা ০৪৫৮৮২১১১৩ অথবা জয় ০৪৫২১৮১৮৫৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।