সিডনিতে এবারও দুই দিনব্যাপী ঈদুল আজহা উদযাপিত হবে। সিডনি সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে আজ (শুক্রবার) জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ায় ‘মুন সাইটিং অস্ট্রেলিয়া’র পক্ষ থেকে আগামী ১২ অগাস্ট (সোমবার) ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল’ আগামী ১১ অগাস্ট (রবিবার) ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।
সিডনিতে ঈদের নামাজের জন্য স্থানীয় মসজিদ, ইসলামিক সেন্টার, কনভেনশন হল কিংবা পার্কে সমবেত হবেন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। আবার কোথাও অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে একাধিক সময়ে নামাজের আয়োজন করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে মসজিদ গুলোতে।
সিডনি প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় গ্রোসারি শপ, মসজিদ কমিটির তত্বাবধানে তাদের কুরবানী সম্পন্ন করবেন। অন্যরা দলবদ্ধভাবে কোনো ফার্মে গিয়ে তাদের পশু কুরবানী করবেন।