প্লানটারর্স ফোরাম অফ অস্ট্রেলিয়া আগামী ১৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২ টায় সিডনির ম্যাকুরিফিল্ডস্থ ম্যাকুরি লিঙ্কস গলফ ক্লাব মিলনায়তনে ‘প্লানটারর্স গেট টুগেদার ২০১৯’ আয়োজন করেছে। আয়োজক কমিটি জানিয়েছেন, আবাসন নির্মাণ প্রতিষ্ঠান লিঙ্কারর্স গ্রুপের সৌজন্যে আয়োজিত এই মিলনমেলায় শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহন করতে পারবেন।